Video: রানওয়েতেই দুই বিমানের সংঘর্ষ, দাউ দাউ জ্বলে উঠল আগুন! ফের জাপানে বিপর্যয় - Bengali News | Video: Japan Plane catches fire on Tokyo Haneda airport runway - 24 Ghanta Bangla News

Video: রানওয়েতেই দুই বিমানের সংঘর্ষ, দাউ দাউ জ্বলে উঠল আগুন! ফের জাপানে বিপর্যয় – Bengali News | Video: Japan Plane catches fire on Tokyo Haneda airport runway

0

রানওয়েতে দাউ দাউ করে জ্বলছে বিমানImage Credit source: Twitter

টোকিয়ো: বিপর্যয় পিছু ছাড়ছে না জাপানের। একদিন আগেই লাগাতার বূমিকম্প, সুনামি এবং অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে মধ্য জাপান। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই, মঙ্গলবার (২ জানুয়ারি), টোকিয়োর হানেদা বিমানবন্দরে অবতরণের সময় আগুন লেগে গেল জাপান এয়ারলাইন্সের এক বিমানে। জাপানি টিভি চ্যানেল এনএইচকে-র এক ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, বিমানটির নীচের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই অবস্থাতেই সেটি রানওয়ে ধরে এগিয়ে চলেছে সঠিক জায়গায় থামার জন্য। সরকারিভাবে আগুন লাগার কারণ এখনও না জানানো হলেও, একাধিক সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা জাপানি উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপানি এয়ারলাইন্সের বিমানটির সংঘর্ষ হয়। তা থেকেই আগুন ধরে যায় বিমানটিতে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed