Sukanta Majumder: আসন ধরে রাখতে এবার উত্তরবঙ্গ রওনা দেবেন সুকান্ত – Bengali News | Sukanta Majumder: BJP Leader Sukanta Majumder will leave for North Bengal to retain the seat

সুকান্ত মজুমদার (ফাইল ছবি)Image Credit source: Facebook
বালুরঘাট: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচনকে সামনে রেখেই বিজেপি রাজ্য সভাপতি এই সফর বলে মনে করা হচ্ছে। আগামিকাল থেকে ৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ৭ তারিখে তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বিজেপি অনেকটাই শক্তিশালী। সে ক্ষেত্রে উত্তরবঙ্গের লোকসভা আসন গুলিকে পুনরায় ধরে রাখার পাশাপাশি উত্তরবঙ্গের আরও আসন বাড়াতে চাইছে বিজেপি। অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে সবল হলেও বেশকিছু জায়গায় বিজেপির মধ্যে দলীয় কোন্দল মাথাচাড়া দিয়েছে। সে ক্ষেত্রে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিজেপি রাজ্য সভাপতি জনসভার পাশাপাশি দলীয় সাংগঠনিক বৈঠক করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
আগামী ৩ জানুয়ারি উত্তর দিনাজপুর, ৪ তারিখ থাকবেন আলিপুরদুয়ার, ৫ তারিখ কোচবিহার এবং ৬ তারিখ জলপাইগুড়ি সফর করবেন সুকান্ত মজুমদার। ৭ জানুয়ারি তিনি কলকাতা ফিরে যাবেন। সম্প্রতি উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাশাসনিক বৈঠকে যোগ দেন গতবছর। একাধিক জনকল্যাণ প্রকল্প তুলে ধরেন তিনি। বস্তুত, পাখির চোখ যেহেতু লোকসভা। সেই কারণে শাসক-বিরোধী দুই দলই চাইছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আসন শক্ত করতে।