Rahul Gandhi: রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী হিসাবে চাই: ডালু - Bengali News | Want Rahul Gandhi as Prime Minister of India, Says Malda South Congress MP Abu Hashem Khan Chowdhury - 24 Ghanta Bangla News

Rahul Gandhi: রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী হিসাবে চাই: ডালু – Bengali News | Want Rahul Gandhi as Prime Minister of India, Says Malda South Congress MP Abu Hashem Khan Chowdhury

0

মালদহ: রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী হিসাবে চাই। ফের বিতর্ক উস্কে দিলেন আবু হাসেম খান চৌধুরী। প্রসঙ্গত, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মল্লিকা অর্জুন খাড়্গের নাম প্রস্তাব করেছিলেন। যা সমর্থন করতে দেখা গিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীবালকে। অস্বস্তিতে পড়ে গিয়েছিল হাত শিবিরের দিল্লির নেতারা। যা নিয়ে এখনও বিতর্ক চলছে রাজ্য-রাজনীতিতে। জোর তর্ক চলছে জাতীয় রাজনীতির আঙিনাতেও। জোটর জট যখন আরও পাকাচ্ছে তখন মালদহের কালিয়াচকের প্রকাশ্য মঞ্চে আবু হাসেম খান চৌধুরীর এই মন্তব্যে আরও বাড়ল বিতর্ক। 

এদিন মালদহ দক্ষিণের বর্ষীয়ান কংগ্রেস সাংসদ অকপটেই বলেন, ‘আমরা চাই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রীর আসনে ওনাকেই দেখতে চাই। উনি ওই আসনে বসুন।’ ইতিমধ্যেই তাঁর বক্তব্যের ভিডিয়ো ফুটেজ ঘুরছে রাজনীতির কারবারিদের মোবাইলে মোবাইলে। চলছে চর্চা। এদিকে বছর ঘুরলেই লোকসভা ভোট। কিন্তু, জট এখনও কাটছেই না জোটে। ইন্ডিয়া জোটের ভবিষ্যত নিয়েও বাড়ছে ধোঁয়াশা। তৃণমূল বিরোধিতায় সম্প্রতি লাগাতার সুর চড়াতে দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়া নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের শেষ নেই হাত শিবিরের অন্দরে। যা নিয়ে চাপানউতোর চলছে বঙ্গ রাজনীতির আঙিনাতেও। 

এই খবরটিও পড়ুন

এদিকে শুরু থেকেই তৃণমূলের সঙ্গে জোটের পক্ষেই সওয়াল করছেন ডালু। প্রকাশ্যেই অধীর অবস্থানের বিরোধিতা করতে দেখা গিয়েছিল তাঁকে। সাফ বলেছিলেন, “অধীর চৌধুরী কে? জোট চাইছে কংগ্রেস। এআইসিসি নির্দেশ দিলে অধীর চৌধুরীকেও মানতে হবে।” যা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল। এবার নতুন করে রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাওয়ায় তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x