Kalpataru Utsav: পূন্যার্থীদের ভিড়ে জমজমাট জয়রামবাটি - Bengali News | Kalpataru utsav in jairambati - 24 Ghanta Bangla News

Kalpataru Utsav: পূন্যার্থীদের ভিড়ে জমজমাট জয়রামবাটি – Bengali News | Kalpataru utsav in jairambati

0

২০২৪ এর প্রথম দিন। শেই প্রথম দিনে চমক হুগলীর জয়রামবাটিতে।২০২৪ এর প্রথম দিনে শ্রী শ্রী মা সারদার স্মৃতিধন্য হুগলীর জয়রামবাটিতে পূন্যার্থীদের ভিড়। মা সারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে ভক্ত সমাগম । সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড় জমছে জয়রামবাটির মাতৃমন্দিরে। পূণ্যার্থীরা এসেছেন অনেক দূর থেকে। সকাল থেকেই সেখানে সাজো সাজো রব। সুন্দরভাবে সেজে উঠেছে হুগলীর জয়রামবাটি।

 

সারা বছরই মায়ের এই পবিত্র জন্মস্থানে আনাগোনা করেন ভক্ত ও পূণ্যার্থীরা। কিন্তু বছর শুরুর দিনটি তাঁদের কাছে বিশেষ দিন। বছরভর পরিবার পরিজনের মঙ্গলকামনায় এদিন অসংখ্য মানুষ জয়রামবাটিতে এসে হাজির হন। পরিবারের মঙ্গলকামনায় মাতৃমন্দিরের মূল গর্ভগৃহের প্রার্থনায় অংশগ্রহণ করেন পূন্যার্থীরা। ভক্ত ও পূণ্যার্থীরা অনেক আশা নিয়ে এসেছেন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed