Hit and Run Rule: ট্রাকচালকদের বিক্ষোভের মধ্যেই আশার আলো দেখাল কেন্দ্র, কাটতে চলেছে জট - Bengali News | Union Home Secretary Ajay Bhalla appeals Truck Drivers to resume work amid ongoing protest - 24 Ghanta Bangla News

Hit and Run Rule: ট্রাকচালকদের বিক্ষোভের মধ্যেই আশার আলো দেখাল কেন্দ্র, কাটতে চলেছে জট – Bengali News | Union Home Secretary Ajay Bhalla appeals Truck Drivers to resume work amid ongoing protest

0

ট্রাকের লম্বা লাইনImage Credit source: TV9 Network

নয়া দিল্লি: দেশজুড়ে ট্রাক চালকদের বিক্ষোভে অবশেষে ইতি পড়তে চলেছে। সংশোধিত ‘হিট অ্যান্ড রান’ আইনের প্রতিবাদে বিভিন্ন রাজ্যে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছিলেন ট্রাক চালকরা। অবশেষে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়ে দিলেন, নতুন আইন এখনও চালু হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬/২ ধারা কার্যকর করার আগে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। তারপরই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

উল্লেখ্য, অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে এদিন বৈঠকে বসেছিল কেন্দ্র। বৈঠক পরিবহণ কংগ্রেসের প্রতিনিধিদলকে আশ্বস্ত করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনুরোধ করেছেন, যাতে বিক্ষোভরত পরিবহণ কর্মীরা আবার নিজেদের কাজ শুরু করেন। ট্রাক চালকরা যাতে আবার কাজ শুরু করেন, সেই বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।

এদিনের বৈঠকের পর সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, ধর্মঘট প্রত্যাহার করতে চলেছেন পরিবহনকর্মীরা। ওই সরকারি সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের আশ্বাস মেনে নিয়েছেন বিক্ষোভরত সংগঠনের প্রতিনিধিরা। যদিও অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, আগামিকাল পরিবহণ কংগ্রেসের বৈঠক ডাকা হয়েছে দিল্লিতে। সংগঠন সূত্রের দাবি, আগামিকালের বৈঠকের পরই ধর্মঘট প্রত্যাহার হবে, নাকি লাগাতার প্রতিবাদ চলবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, হিট অ্যান্ড রান আইনে আগে ২ বছরের কারাদণ্ডের কথা উল্লেখ ছিল। নতুন সংশোধনে আইনে, সেই সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করার কথা বলা হয়েছে। সঙ্গে মোটা টাকার জরিমানাও করা হতে পারে বলে উল্লেখ রয়েছে সংশোধিত আইনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, সংশোধিত আইনের সাজার মেয়াদ ও জরিমানার বিষয়ে আজ পরিবহণ কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x