Cattle Smuggling: গরু পাচার মামলায় যখন অনুব্রত মণ্ডল জেলে, তখন নজির গড়লেন তৃণমূল নেতা - Bengali News | Cattle smuggling in bankura - 24 Ghanta Bangla News

Cattle Smuggling: গরু পাচার মামলায় যখন অনুব্রত মণ্ডল জেলে, তখন নজির গড়লেন তৃণমূল নেতা – Bengali News | Cattle smuggling in bankura

0

বাঁকুড়ার সারেঙ্গায় ধানাড়া অঞ্চলে একটি গাড়িতে রাতের অন্ধকারে পাচার হচ্ছিল ২৯ টি গরু। নিজে উদ্যোগ নিয়ে সেই পাচার রুখলেন তৃনমূলের ব্লক সহ সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অভিজিৎ বিশ্বাস। মোট ২৯ টি গরু উদ্ধার করে তা তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে বর্ষশেষের রাতের অন্ধকারে রাইপুর ব্লকের খয়েরবনি এলাকা থেকে প্রায় ২৯ টি গরু একটি গাড়িতে চাপিয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর পেতেই ধানাড়া বিক্রমপুর ইউনিয়ন শ্যামাপ্রসাদ মেমোরিয়াল হাইস্কুলের সামনে গাড়িটিকে আটক করেন সারেঙ্গার তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস। খবর যায় পুলিশে। গাড়ির চালক গরু পরিবহনের বৈধ নথি দেখাতে না পারায় গরুগুলিকে আটক করে সারেঙ্গা থানার পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *