Alipurduar: পাহাড়ের মাঝে মাথা তুলে মহাদেব, উত্তবঙ্গের এই অফবিট ডেস্টিনেশনে ঢুঁ মারবেন নাকি - Bengali News | India Bhutan Border village gerigaon can new address of north Bengal tourism - 24 Ghanta Bangla News

Alipurduar: পাহাড়ের মাঝে মাথা তুলে মহাদেব, উত্তবঙ্গের এই অফবিট ডেস্টিনেশনে ঢুঁ মারবেন নাকি – Bengali News | India Bhutan Border village gerigaon can new address of north Bengal tourism

0

অফবিট ডেস্টিনেশনের নতুন ঠিকানাImage Credit source: Tv9 Bangla

আলিপুরদুয়ার:বাঙালির কাছে ছুটি কাটানোর অন্যতম জায়গা দার্জিলিং-গ্যাংটক। কিন্তু যাঁরা ভ্রমণপ্রিয় মানুষ তাঁরা কিন্তু ‘অফবিট’ ডেস্টিনেশন খোঁজেন ছুটির কাটানোর জন্য। মূলত, রোজদিন অফিসের বসের কচকচানি, সাংসারিক ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে একদিন বা দুদিনের এই অফবিট জায়গাগুলি আজকাল খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তারপর তা যদি পাহাড়ের কোলে হয় তাহলে তো আর কথাই নেই। এই রকমই পাহাড় ঘেরা অফবিট ডেস্টিনেশনের এক নতুন ঠিকানা হতে পারে ভারত-ভুটান্ত সীমান্তের জয়গাঁর পাহাড়ি গ্রাম গেরিগাঁও।

ভুটান লাগোয়া এই গ্রাম কার্যত ছবির মতো সুন্দর। জয়গাঁ শহর থেকে দু’পা এগোলেই পেয়ে যাবেন এই গ্রামের খোঁজ। যে সকল পর্যটক ভূটান বেড়াতে যান তাঁরা একবার যদি এই গেরিগাঁও গ্রাম থেকে ঢুঁ মেরে আসেন মন্দ লাগবে না। এখানে এলে পাহাড়ের সৌন্দর্য যেমন পাবেন তেমনই গ্রামের নিঃস্তবদ্ধতার সাক্ষীও থাকবেন। পাহাড়ি এই গ্রাম থেকে একদিকে যেমন পুরো জয়গাঁ শহর দেখতে পারবেন। তেমনই মহাদেব মূর্তি, গৌতম বুদ্ধ মূর্তি আপনার দৃষ্টি আকর্ষণ করবে।

এই এলাকার এখনও প্রায় ৮০০ মিটার রাস্তা কাচা। ইতিমধ্যেই প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে যাতে পাকা করে দেওয়া হয়। সরকারি উদ্যেোগ নেই বললেই চলে। সরকারি উদ্যেোগ হলে পাহাড়ি গ্রাম আবার মাথা তুলে দাঁড়াবে।

কীভাবে যাবেন গেরিগাঁও?

হাওড়া থেকে কাঞ্চনকন্যা ধরে নেমে পড়ুন হাসিমারা। সেখান থেকে অটো নিয়ে চলে যান জয়গাঁ। ব্যস দু’এক পা হাঁটলেই পৌঁছে যাবেন আপনি গেরিগাওয়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed