বাছাই চূড়ান্ত, রামের এই মূর্তিটিই স্থাপিত হবে অযোধ্যার মন্দিরে, দেখুন প্রথম ছবি - Bengali News | Ayodhya temple ram lalla idol to be installed on january 22 finalised - 24 Ghanta Bangla News

বাছাই চূড়ান্ত, রামের এই মূর্তিটিই স্থাপিত হবে অযোধ্যার মন্দিরে, দেখুন প্রথম ছবি – Bengali News | Ayodhya temple ram lalla idol to be installed on january 22 finalised

0

অযোধ্যা: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে, মন্দিরে রামলালার কোন মূর্তিটি বসবে, তা সর্বসম্মতিক্রমে নির্বাচন করে ফেলল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্ট জানিয়েছে, রামলালা মূর্তিটিতে রামকে শিশু রাম হিসেবে কল্পনা করা হয়েছে। তবে, মূর্তিটির হাতে থাকছে তীর-ধনুক। কর্নাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ এই মূর্তিটি খোদাই করেছেন। অযোধ্যার রাম মন্দিরের জন্য বেশ কয়েকটি মূর্তি খোদাই করা হয়েছিল। তার মধ্য থেকে একটি মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হবে বলে আগেই জানিয়েছিল ট্রাস্ট। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) মূর্তি বাছাই প্রক্রিয়া চুড়ান্ত করে ট্রাস্ট। ট্রাস্ট সদস্য বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র জানিয়েছিলেন, ওই দিন এই বিষয়ে একটি বৈঠক করে ট্রাস্ট। আর সেখানেই মন্দিরে স্থাপনের জন্য মূর্তি নির্বাচন চূড়ান্ত করা হয়। সোমবার সামনে এল সেই কাম মূর্তির প্রথম ছবি।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed