চব্বিশে রয়েছে তিনটি বিশ্বকাপ, ভারতে কি আসবে একটিও ট্রফি? – Bengali News | In 2024 3 World Cup will held, will Team India able to win any world cup this year
চব্বিশে রয়েছে তিনটি বিশ্বকাপ, ভারতে কি আসবে একটিও ট্রফি?
নয়াদিল্লি: তেইশকে ফেলে রেখে ২০২৪এ পা রেখেছেন সকলে। ক্যালেন্ডার বলছে আজ ২ জানুয়ারি। আগামিকাল ৩ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বছরের প্রথম অ্যাসাইনমেন্ট। বর্তমানে কেপটাউনে রয়েছে ভারতীয় ক্রিকেট টিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামিকাল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। নতুন বছর পড়তেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের আগ্রহ শুরু হয়েছে এ বছর কী কী ক্রিকেট ইভেন্ট রয়েছে তা জানার। ২০২৪ সালে একাধিক মার্কি ইভেন্ট রয়েছে। তাতে তিনটি বিশ্বকাপও (World Cup) আছে। তেইশে খুব কাছে গিয়েও বিশ্বকাপ জিততে পারেনি রোহিত শর্মার ভারত। চব্বিশে কি ভারতে আসবে একটিও বিশ্বকাপ ট্রফি? তার আগে জেনে নিন ২০২৪ সালে কোন কোন বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন ভারত খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে। এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। পরবর্তীতে তা রেনবো নেশনে স্থানান্তরিত হয়। উদয় সাহারানের নেতৃত্বে এই টুর্নামেন্টে খেলবে ভারতীয় দল। এ বার দেখার বছরের শুরুতে ভারতীয় শিবিরে ছোটদের বিশ্বকাপ আসে কিনা।
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ
২০২৪ সালের জুন মাসে টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। এখনও এ বিষয় পরিষ্কার নয় বিরাট কোহলি ও রোহিত শর্মা চব্বিশের টি-২০ বিশ্বকাপে খেলবেন কিনা। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটাররা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলবেন। সেখান থেকে নিজেদের বিশ্বকাপের জন্য তৈরি করার সুযোগ পাবেন। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। এ বার দেখার ২০২৪ সালে ভারতীয় টিম বিশ্বকাপ জিততে পারে কিনা।
বাংলাদেশে হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ
চলতি বছরে সাদা বলের ক্রিকেটে ভারতীয় পুরুষ দলের পাশাপাশি মহিলা দলেরও বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে হরমনপ্রীত কৌরের ভারত বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে। এ বার দেখার ভারতের মেয়েরা পড়শি দেশ থেকে প্রথম বার টি-২০ বিশ্বকাপ ঘরে আনতে পারে কিনা।