‘এটা সম্ভব? TRP বাড়াতে রাস্তা বেছে নিলেন?’, তিব্র আক্রমণ নেহাকে - 24 Ghanta Bangla News

‘এটা সম্ভব? TRP বাড়াতে রাস্তা বেছে নিলেন?’, তিব্র আক্রমণ নেহাকে

0

‘এটা সম্ভব? TRP বাড়াতে রাস্তা বেছে নিলেন?’, তিব্র আক্রমণ নেহাকে

নেহা কক্কর, ভারতের বুকে অন্যতম জনপ্রিয় গায়িকা তিনি। তবে তাঁকে নিয়ে প্রথম থেকেই নানান চর্চা তুঙ্গে। নেহা কক্কর কখনও বডি শেমিং-এর শিকার, কখনও আবার তাঁর রিয়্যালিটি শোয়ে কাণ্ড দেখে অনেকেই বিরক্ত। ইন্ডিয়ান আইডলের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক। তবে সেই নেহা মঞ্চে এমন কিছু কাজ ঘটিয়ে বসেন যা দেখা মাত্রই নেটিজ়েনদের একশ্রেণি রে-রে করে ওঠেন। নেহার খুব চেনা ছবি হচ্ছে নানা প্রতিযোগীদের কথা শুনে কেঁদে ফেলা। বিভিন্ন প্রতিযোগীরাে বহু দূর থেকে বহু কষ্টযদি করে এই মঞ্চে এসে পৌঁছান। যাঁদের জার্নি নিয়ে অনেকেই অনেক গল্প শুনতে চান। এগুলোই তো সাধারণের কাছে অনুপ্রেরণা। এগুলো নিয়েই তো সাধারণ মানুষ স্বপ্ন দেখে।

মঞ্চে থাকা বিচারকেরাও তাই জানতে চান, কে কোথা থেকে আসছেন, কার কোন বিষয়ের প্রতি, কেন এত নিষ্ঠা। কোনও কোন মানুষের গল্প এমন থেকে থাকে যা অনেকের চোখে জল এনে দেবে। তবে সকলের গল্পেই কি হাউ-হাউ করে কাঁদতে হয়? হয়তো নয়। তাই নেহাও এই ট্রোল থেকে নিস্তার পেলেন না। ইন্ডিয়ান আইডলের মঞ্চে বারবার তাঁকে কাঁদতে দেখা যায়। যা নিয়ে ব্যপক ট্রোলের শিকার হতে হয়েছে তাঁকে।

কেউ প্রশ্ন করেছিলেন, তিনি এত কেন কাঁদেন? কেউ আবার প্রশ্ন করেছিলেন, TRP বাড়াতে এত চেষ্টা? শোয়ের জনপ্রিয়তার জন্য এভাবে কাঁদতে হয়? যদিও তিনি বারবার ট্রোলকে এড়িয়েই গিয়েছেন। সবথেকে বেশি একটা সময় তিনি ট্রোল হয়েছিলেন তাঁর উচ্চতার জন্য। তাঁর শো তালিকা থেকে বাদ পড়েনি। তিনি নাকি ব্যাকগ্রাউন্ড ডান্সারদের বেছে নেন উচ্চতা কম দেখেই। যদিও নেহা এই বিষয় চুপ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x