Thakurpukur Murder: ঠাকুরপুকুরে খুন, পিকনিক সেরে ফেরার পথে ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ - Bengali News | Thakurpukur Murder: Murder in Thakurpukur, allegation of beating a person to death on the way back from a picnic - 24 Ghanta Bangla News

Thakurpukur Murder: ঠাকুরপুকুরে খুন, পিকনিক সেরে ফেরার পথে ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ – Bengali News | Thakurpukur Murder: Murder in Thakurpukur, allegation of beating a person to death on the way back from a picnic

0

ঠাকুরপুকুর: বর্ষশেষে পার্টি মুডে বঙ্গবাসী। খাওয়া-দাওয়া, হইহুল্লোড় সব চলছেই। কিন্তু এর মধ্যেই যত বিপত্তি। পিকনিক করে বাড়ি ফেরার পথে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থল ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত রথ তলায়।

জানা গিয়েছে, বর্ষশেষের দিন রাত্রিবেলা পিকনিক করে বাড়ি ফিরছিলেন প্রবীর মণ্ডল নামে এক ব্যক্তি। অভিযোগ, রাত্রি দেড়টা নাগাদ তাঁর পথ আটকান শুভেন্দু নস্কর নামে একজন। কোনও কথা নেই, কিছু নেই আচমকাই প্রবীরবাবুকে বেধড়ক মারধর করা হয়। কাঠ দিয়ে তার ঘাড়ে এবং মুখে আঘাত করে। প্রবীরের চিৎকারে সেখানে ছুটে আসেন স্থানীয় লোকজন। ঠিক তখনই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

ঘটনাস্থল থেকে প্রবীর মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে এই ঘটনা, বা এর পিছনে পুরনো কোনও শত্রুতা নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে কালিতলা আশুতি থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছে কালিতলা আশুতি থানার পুলিশ।পলাতক অভিযুক্ত। স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা পিকনিক করে ফিরছিলাম। প্রবীর দাঁড়িয়েছিল। সেই সময় আধলা ইট নিয়ে ওর মাথার পিছনে মেরেছ। এক ঘা মারতেই মরে গিয়েছে। কেন এমন করেছে জানি না। শুভেন্দুর বিরুদ্ধে দালালি নিয়ে অনেক অভিযোগ আছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed