Ram Mandir: নতুন বছরে নতুন প্রতারণা, তাও আবার শ্রী রামের নামে! খুব সাবধান, পা দেবেন না এই ফাঁদে - Bengali News | New Fraud in name of Ram Mandir, Fake Website Collecting money in name of Donation - 24 Ghanta Bangla News

Ram Mandir: নতুন বছরে নতুন প্রতারণা, তাও আবার শ্রী রামের নামে! খুব সাবধান, পা দেবেন না এই ফাঁদে – Bengali News | New Fraud in name of Ram Mandir, Fake Website Collecting money in name of Donation

0

অযোধ্য়া: আর মাত্র দুটো সপ্তাহ। তারপরই উদ্বোধন হবে রাম মন্দিরের। ইতিমধ্যেই অযোধ্যায় বাড়তে শুরু করেছে ভিড়। রাম মন্দিরের উদ্বোধন হলেই ঢল নামবে পুণ্যার্থীদের। কিন্তু এই রাম মন্দিরকে ঘিরেই শুরু হয়েছে এক নতুন ধরনের প্রতারণা। ভক্তদের কাছ থেকে রাম মন্দিরে আর্থিক অনুদানের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। এভাবেই লক্ষাধিক টাকার আর্থিক প্রতারণা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
একইসঙ্গে সাধারণ মানুষকতেও সতর্ক করা হয়েছে, যাতে তারা এই ফাঁদে পা না দেন।

নতুন বছরে নতুন প্রতারণা, তাও আবার শ্রী রামের নামে। এমনটাই বলছেন বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল এক্স হ্যান্ডেলে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া পেজের ছবি শেয়ার করেন। ওই পেজের নাম শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যা, উত্তর প্রদেশ। ওই পেজে একটি কিউআর কোডও দেওয়া, যেই কোড স্ক্যান করে ভক্তদের রাম মন্দির নির্মাণের জন্য আর্থিক অনুদান দিতে বলা হয়েছে।

জানা গিয়েছে, বহু পুণ্যার্থী ও ভক্তরা এই ওয়েবপেজে স্ক্যান করে হাজার হাজার টাকা অনুদান দিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed