Metro: ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন মহিলা, মেট্রোয় ঝাপ মারার আগেই খপাৎ করে ধরল RPF - Bengali News | A lady passenger suddenly tried to jump on the metro down track RPF staff saved her - 24 Ghanta Bangla News

Metro: ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন মহিলা, মেট্রোয় ঝাপ মারার আগেই খপাৎ করে ধরল RPF – Bengali News | A lady passenger suddenly tried to jump on the metro down track RPF staff saved her

0

কলকাতা: বছরের প্রথম দিন। মেট্রো স্টেশনে থিক থিক করছে মানুষের ভিড়। এত মানুষ একসঙ্গে, নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফও অন্যান্য দিনের তুলনায় সোমবার অনেক বেশি সক্রিয়। এরইমধ্যে তাঁরা দেখেন, বেলগাছিয়া স্টেশনে মেট্রো ঢোকার মুখে এক মহিলা এগিয়ে যাচ্ছেন। চোখ মুখে উদ্বেগের ছাপ। দেখেই সন্দেহ হয় আরপিএফের। ততক্ষণে মহিলাও রেললাইনে ঝাঁপ মারতে উদ্যত। একদম মোক্ষম সময়ে ওই মহিলার হাত টেনে ধরেন মেট্রোরেল কর্মীরা। তাতেই রোখা গেল বড় বিপদ। বাঁচানো গেল একটা প্রাণ।

সোমবার বিকাল তখন ৪টে ৫৩। বেলগাছিয়া স্টেশনে কবি সুভাষের দিকের মেট্রো আসছিল। সেই সময় ৪৫ বছর বয়সি এক মহিলা যাত্রী লাইনে ঝাঁপ দিতে যান। তবে কর্তব্যরত আরপিএফ কর্মী ও অপারেটিং কর্মীরা তাঁকে লাফ দেওয়ার আগেই ধরে ফেলেন। অন্যদিকে মোটরম্যানও সতর্ক হয়ে ব্রেক কষে ফেলেন।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, এরপর ওই মহিলাকে উদ্ধার করে স্টেশন ম্যানেজারের কাছে নিয়ে যাওয়া হয়। প্রশ্নের মুখে ওই মহিলা জানান পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। গোটা বিষয়টি মেট্রোর তরফে উল্টোডাঙা থানার পুলিশকে জানানো হয়। নিয়ম মেনেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই মহিলাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed