Eco Park: ১ জানুয়ারির ইকো পার্কে জনসুনামি, মাথা ঘুরে যাবে সংখ্যাটা জানলে... - Bengali News | Huge footfall on the first day of January at eco park 91397 - 24 Ghanta Bangla News

Eco Park: ১ জানুয়ারির ইকো পার্কে জনসুনামি, মাথা ঘুরে যাবে সংখ্যাটা জানলে… – Bengali News | Huge footfall on the first day of January at eco park 91397

0

ইকোপার্কে এই ভিড় দেখা যায় ফি বছর। ফাইল চিত্র। Image Credit source: TV9 Bangla

কলকাতা: ইংরাজি বছরের প্রথম দিন। হইহই করে শহরমুখী মানুষ। বিভিন্ন বিনোদন পার্কগুলিতে থিক থিক করছে মানুষের ভিড়। সকাল থেকে লম্বা লাইন এইসব বিনোদন পার্কের টিকিট কাউন্টারের সামনে। নতুন বছরের শুরুর দিনই নিউ টাউনের ইকো পার্কে উপচে পড়া মানুষের ভিড়। সংখ্যাটা শুনলে মাথা ঘুরে যাবে। একদিনেই ৯১ হাজার ৩৯৭ জন গিয়েছেন ইকোপার্কে। আলিপুর মিউজিয়ামে এদিন গিয়েছেন ৭ হাজার ৮৪১ জন। এয়ারক্রাফ্ট মিউজিয়ামে পর্যটকের সংখ্যা ২ হাজার ৬৪৭। মাদার ওয়াক্স মিউজিয়ামে ভিড়টা ৯৫৪।

বড়দিন থেকে উৎসবে মেতেছে শহর। গত ৭ দিন ধরে চলেছে সেলিব্রেশন। কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান, বিনোদন পার্গুলিতে কার্যত জনস্রোত বইছে। গত কয়েকদিন ধরেই ইকোপার্কে ভিড় চোখে পড়ার মতো। রবিবারও কয়েক হাজার মানুষ গিয়েছেন। সোমবার ভিড় বাড়ল আরও।

এই খবরটিও পড়ুন

সকাল থেকেই হালকা শীতের আমেজ গায়ে মেখে উদযাপনে মুখর মানুষ। ইকো পার্কে বাহারি ফুলের বাগান, সপ্তম আশ্চর্য, নানারকম বিনোদনের ব্যবস্থা রয়েছে। বোটিং থেকে টয় ট্রেন কিংবা সাইকেল, রয়েছে সবকিছুই। ছোট বড় সকলে মিলে আনন্দের উপযুক্ত জায়গা এই ইকোপার্ক। ২৫ ডিসেম্বর ইকো পার্কে ভিড় ছিল ৫৭ হাজারের বেশি। ১ জানুয়ারি তা ৯১ হাজার পার করল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x