Business Idea: ২০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন তো? রোজগারের এই উপায়গুলি জানুন - Bengali News | How to earn money by only 2000 rupees investment, know this business ideas - 24 Ghanta Bangla News

Business Idea: ২০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন তো? রোজগারের এই উপায়গুলি জানুন – Bengali News | How to earn money by only 2000 rupees investment, know this business ideas

0

ব্যবসা মানেই বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়, তা নয়। তবে পরিকল্পনা আর দক্ষতাটাই আসল। আত্মবিশ্বাস থাকলে খুব কম টাকা বিনিয়োগ করেও রোজগার করতে পারেন টাকা, গুনতে পারেন লাভের অঙ্ক। তবে হ্যাঁ, ব্যবসা করতে গেলে কিছু তো বিনিয়োগ করতেই হয়। বেশি নয়, মাত্র ২০০০ টাকা বিনিয়োগ করেই ব্যবসায়ী হয়ে যেতে পারেন আপনি। নতুন বছরে তাই সাধ্যের মধ্যে ব্যবসার শখ পূরণ করার কথা ভাবতে পারেন। কম টাকা বিনিয়োগ করে কোন কোন পথে রোজগার করতে পারেন, দেখে নিন একনজরে

যোগব্যায়াম শেখাতে পারেন

বর্তমানে মানুষের শারীরিক সমস্যার শেষ নেই। সমাধান হিসেবে যোগব্যায়াম করার কথা ভাবেন অনেকেই। যোগব্যায়াম শেখানোর জন্য বিশেষ টাকা দরকার নেই। আপনি যদি চান, কাছের কোনও পার্কে গিয়ে যোগা শেখাতে পারেন। এর জন্য আপনাকে কেবল একটি যোগা ম্যাট কিনতে হবে, যার দাম ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। ৫০০ টাকার কম দামেও পাওয়া যায়। যোগব্যায়াম শেখানোর জন্য প্রতি মাসে যদি ৫০০ টাকা করে ফি নেন, তাহলে ৫০ জনকে শেখাতে পারলে ২৫ হাজার টাকা উপার্জন করতে পারেন। সকাল, সন্ধ্যা সময় দিলে ৫০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন।

ডিজিটাল মার্কেটিং

সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এর ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য আপনাকে কিছু তথ্ জানতে হবে। বর্তমানে ইউটিউবে এই সংক্রান্ত সব ধরনের তথ্য পাওয়া যায়। এক থেকে দুই হাজার টাকায় সার্টিফিকেট কোর্সও করতে পারেন। আপনি সেখান থেকে শিখতে পারেন এবং ঘরে বসে কাজ শুরু করতে পারেন। বর্তমানে দেশে অনেকেই এই ধরনের ব্যবসা করে মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করছেন।

ইউটিউবে ভিডিয়ো তৈরি করা

অনেকেই আছেন, যাঁরা ভিডিয়ো কনটেন্ট তৈরি করে কোটিপতি হয়েছেন। এর জন্য আপনার যা দরকার তা হল একটি ক্যামেরা, মাইক এবং রিং লাইট। আপনার স্মার্টফোন ক্যামেরার কাজ করতে পারে। বাকি দুটি জিনিসের জন্য আপনার সব মিলিয় ১ থেকে ২ হাজার টাকা খরচ হবে। চেষ্টা করতে হবে প্রতিদিন একটি বিষয়ের ওপর ভিডিয়ো বানাতে। ভিডিয়ো যত ছড়াবে, ততই উপার্জন বাড়বে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed