Breaking: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা – Bengali News | Earthquake hits western japan among tokyo tsunami alert issued

নতুন বছরের প্রথম দিনই জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সোমবার সকালে কেঁপে উঠল জাপানের রাজধানী থেকে কান্তো এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।