Bihar Girl: ৫ দিনে ৫টি সরকারি চাকরি পেয়েছেন, এখনও থামতে নারাজ বিহারের এই তরুণী - Bengali News | Bihar girl Tinu got 5 government job in 5 days - 24 Ghanta Bangla News

Bihar Girl: ৫ দিনে ৫টি সরকারি চাকরি পেয়েছেন, এখনও থামতে নারাজ বিহারের এই তরুণী – Bengali News | Bihar girl Tinu got 5 government job in 5 days

0

বিহারের তরুণী টিনু ৫ দিনে ৫টি সরকারি চাকরি পেয়েছেন।

জামুই: অস্বাভাবিক মেধা! দিন-রাত পড়াশোনা করেও অনেকেই একটি সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে পারেন না, আবার অনেকে পরীক্ষায় পাশ করলেও নানা জাঁতাকলে আর চাকরির নিয়োগপত্র হাতে পান না। তখন পরপর ৫ দিনে ৫টি সরকারি চাকরি পেয়ে নজির গড়লেন টিনু। বিহারের বাসিন্দা টিনু সিং নতুন বছরের প্রাক লগ্নেই ৫ দিনে ৫টি সরকারি চাকরিতে নির্বাচিত হয়েছেন। যা এককথায় অভাবনীয়। তবে এখানেই থামছেন না বিহারের এই তরুণী। তাঁর লক্ষ্য আরও উপরের দিকে।

বিহারের জামুইয়ের বাসিন্দা মুন্না কুমার সিং ও পিঙ্কি সিংয়ের মেয়ে টিনুর ছোট থেকেই লক্ষ্য ছিল সরকারি চাকরি। তাই কোনও চাকরির পরীক্ষা দিতেই বাদ দিতেন না। কম্পিউটার অপারেটার থেকে স্কুল শিক্ষিকা- সমস্ত চাকরির পরীক্ষাতেই বসতেই তিনি। এমনি বসা নয়, একেবারে পড়াশোনা করে পরীক্ষায় বসতেন। তাঁর সেই পরিশ্রম ও জেদ বিফলে যায়নি। গত ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত পরপর ৫টি সরকারি চাকরির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আর প্রতিটিতেই নির্বাচিত হয়েছেন টিনু।

টিনু প্রথম চাকরিটি পেয়েছিলেন কম্পিউটার অপারেটারের। বিহার সরকারের কম্পিউটার অপারেটার পদে পরীক্ষার রেজাল্ট বেরোয় গত ২২ ডিসেম্বর। সেই রেজাল্টে নাম উঠেছে টিনুর। এরপর ২৩ ডিসেম্বর বিএসএসসি-র সহকারী ব্রাঞ্চ অফিসার পরীক্ষায় নির্বাচিত হন টিনু। তার একদিন বাদ দিয়ে ২৫ ডিসেম্বর বিপিএসসি শিক্ষক নিয়োগের রেজাল্ট বেরোয়। সেটিতেও শিক্ষক পদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। এরপর ২৬ ও ২৭ ডিসেম্বর বিহারের হাইস্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। ২৬ ডিসেম্বর নবম-দশম শ্রেণি ও ২৭ ডিসেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের রেজাল্ট বেরোয়। দুটিতেই নির্বাচিত হয়েছেন টিনু।

এই খবরটিও পড়ুন

পরপর সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের কৃতিত্ব পরিবারকেই দিয়েছেন টিনু। তবে চাকরির পরীক্ষার জন্য দিন-রাত এক করে তিনি পরিশ্রম করেছেন বলেও জানিয়েছেন। ৫ দিনে ৫টি সরকারি চাকরি পেয়ে স্বাভাবিকভাবেই বিহারে আলোচনায় উঠে এসেছেন এই তরুণী। এখন কোন চাকরি করবেন আর কোনটি করবেন না, সেদিকেই তাকিয়ে টিনুর পরিবার, বন্ধু থেকে ঘনিষ্ঠ সকলে। যদিও টিনুর লক্ষ্য আরও উপরের দিকে। তিনি এখন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইএএস অফিসার হতে চান বিহারের এই তরুণী। তাঁর এই দৃঢ়তা সকলের কাছে অনুপ্রেরণাদায়ক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x