রিচা-তিতাস-সাইকা… বাংলার তিন কন্যা ছাড়া তেইশে যাঁদের গায়ে উঠেছে ভারতের জার্সি
প্রাপ্তি-অপ্রাপ্তির ২০২৩ সালে ভারতীয় মহিলা ক্রিকেট টিমে একাধিক মহিলা ক্রিকেটারের ডেবিউ হয়েছে। এই তালিকায় কারা রয়েছেন? রইল বিস্তারিত। (ছবি-বিসিসিআই উইমেন্স সোশ্যাল মিডিয়া সাইট X)
রিচা ঘোষ – বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh) দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেটে যুক্ত। সেই ২০২০ সালে দেশের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছিলেন শিলিগুড়ির রিচা। বছর তিনেক পর তাঁর টেস্ট ডেবিউ হয়েছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট অভিষেক হয়েছে রিচা ঘোষের। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
তিতাস সাধু – ১৯এ পা দেওয়ার ঠিক কয়েক দিন আগে দেশের জার্সি গায়ে দিয়ে ম্যাচ খেলার সুযোগ পেয়ে যান বাংলার মেয়ে তিতাস সাধু (Titas Sadhu)। ২০২৩ সালে তিতাসের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। পাশাপাশি এশিয়ান গেমসে সোনাজয়ী ক্রিকেট দলের সদস্য ছিলেন তিতাস সাধু। (ছবি- তিতাস সাধু সোশ্যাল মিডিয়া সাইট X)
সাইকা ইশাক – ২৮ বছর বয়সী ভারতীয় বোলার ২০২৩ সালের উইমেন্স প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন সাইকা ইশাক (Saika Ishaque)। তেইশে বাংলার মেয়ে সাইকা দেশের জার্সিতে খেলার প্রথম সুযোগ পান। ডিসেম্বরে তাঁর টি-২০ ও ওডিআই ডেবিউ হয়েছিল। (ছবি- বিসিসিআই উইমেন্স সোশ্যাল মিডিয়া সাইট X)
জেমাইমা রডরিগজ – সাদা বলের ক্রিকেটে ২০১৮ সাল থেকে খেলছেন ভারতের মিডল অর্ডারের ব্যাটার জেমাইমা রডরিগজ (Jemimah Rodrigues)। ২০২৩ সালে তাঁর টেস্ট ডেবিউ হয়েছে। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ডিওয়াই পাটিল স্টেয়িডামে ডেবিউ হয় জেমাইমার। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টেও ভারতীয় মহিলা টিমের হয়ে খেলেছিলেন। (ছবি-পিটিআই)
রেনুকা ঠাকুর – ২০২১ সাল থেকে ভারতীয় দলে খেলছেন রেনুকা ঠাকুর (Renuka Thakur)। ২০২৩ সালে জেমাইমা রডরিগজ ও সতীশ শুভার সঙ্গে একই দিনে ডেবিউ হয়েছিল ভারতীয় বোলার রেনুকা ঠাকুরের সঙ্গে। চলতি বছরে তিনি পরপর ২টি টেস্টে খেললেন। (ছবি- বিসিসিআই উইমেন্স সোশ্যাল মিডিয়া সাইট X)
সতীশ শুভা – কর্ণাটকের ২৪ বছর বয়সী সতীশ শুভার এ বছরই টেস্টে অভিষেক হয়েছে। টেস্ট ডেবিউ ম্যাচে তিনি ৬৯ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন সতীশ শুভা। (ছবি- বিসিসিআই উইমেন্স সোশ্যাল মিডিয়া সাইট X)
শ্রেয়াঙ্কা পাটিল – ২১ বছর বয়সী ভারতীয় তরুণ ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাটিলের (Shreyanka Patil) জন্য ২০২৩ সাল লাকি। তেইশে তাঁর দেশের জার্সিতে ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে শ্রেয়াঙ্কার ওডিআই এবং টি-টোয়েন্টি ডেবিউ হয়েছে। (ছবি- বিসিসিআই উইমেন্স সোশ্যাল মিডিয়া সাইট X)