Year Ending: বাজল না ডিজে, ছুটল না মদের ফোয়ারাও! বর্ষশেষে শহর এক্কেবারে ‘ড্রাই ডে’ – Bengali News | Year ending At the end of the year, DJ did not play in Maithon, alcohol was also banned

আসানসোল: বছরের শেষ দিন রবিবার। পুরাতনকে বিদায়। নতুন বছরকে স্বাগত জানাতে বা উৎসবে মেতে উঠলেন শহরবাসী। মাইথনে উপচে পড়ল ভিড়। তবে এবার ডিজেহীন, থার্মোকলের থালা বাটি বিহীন পরিবেশ বান্ধব পিকনিক দেখা গেল মাইথন ড্যাম এলাকায়। মাইথন অন্যরকম পর্যটন স্থল। মাইথন ড্যাম জলাধার পাহাড় জঙ্গল নিয়ে অন্য রকমের প্রাকৃতিক পরিবেশ মাইথন। এই মাইথনে ডিজে বাজানো নিয়ে রয়েছে নিষেধাজ্ঞা। বিশেষ করে মাইথনড্যাম বাথানবাড়ি সিধাবাড়ি এলাকায় ডিজের প্রকোপ দেখা গেল না এবার। তার কারণ অত্যধিক প্রশাসনিক নজরদারি।
এদিন মাইথন ড্যাম ছিল ব্যতিক্রম। সিদ্ধান্ত হয়েছিল মাইথন ড্যামের নৌকা বিহারে লাইফ জ্যাকেট ছাড়া কাউকে চাপতে দেওয়া হবে না। ২৫ ডিসেম্বর থেকেই অবশ্য নৌকা বিহারে সতর্কতা নেওয়া হয়। লাইফ জ্যাকেট, পুলিশের টহলদারি দেখা গেল রবিবার।
শীতের পিকনিক এবং পর্যটনের মরশুমে মাইথনে ঘুরতে আসা প্রত্যেক ভ্রমণপিপাসুদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই কড়া সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ সহমত হয়ে একযোগে বৈঠক করেছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন ও মাইথন জলাধারের নৌকা চালকরা। প্রচণ্ড ভিড়ের কথা মাথায় রেখে ডিভিসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি এবং ১৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ও ২৮ জানুয়ারি থেকে মাইথন ড্যামে কোনওরকম গাড়ি চলাচল করতে পারবে না। ঝাড়খণ্ডের দিক থেকে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য মাইথন ড্যামের নিচে নার্সারি এলাকার পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।
এই খবরটিও পড়ুন
অন্যদিকে প্রতিবারের মতো মাইথন সহ ব্লকের সমস্ত পিকনিক স্পটে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ করেছে সালানপুর ব্লক প্রশাসন। এরই সঙ্গে তামাক গুটকা নানা নেশার দ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অতিরিক্ত জোর দেওয়া হয়েছে ডিজে বন্ধের ব্যাপারে। ডিজে বাজেয়াপ্ত করে জরিমানা আদায় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। ব্লক প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে মাইথনে পিকনিক করতে আসা সমস্ত মানুষ বিকেল চারটের মধ্যে যেন পিকনিক স্পট ছেড়ে বেরিয়ে আসেন। বছরের শেষদিন দেখা গেল অক্ষরে অক্ষরে পালন হল সব নিয়ম কানন।