PM Narendra Modi: মীরা মাঝির বাড়িতে চা পান করে সকলের হৃদয় জয় করে নিলেন প্রধানমন্ত্রী মোদী – Bengali News | PM Narendra Modi wins netizens hearts after visited Ujjwala scheme beneficiary’s home in Ayodhya
মীরা মাঝির বাড়িতে চা পান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Image Credit source: PTI
প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলেই শেয়ার করা হয়েছে মীরা মাঝির বাড়িতে বসে নরেন্দ্র মোদীর চা পানের ভিডিয়োটি। যেখানে নেটিজেনদের কেউ প্রধানমন্ত্রী মোদীকে ‘জাদুকর’ বলে উল্লেখ করেছেন। কেউ বললেন, এমন প্রধানমন্ত্রী পাওয়া সৌভাগ্যের।
এই খবরটিও পড়ুন
মীরা মাঝির বাড়িতে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চা পানের ভিডিয়োর কমেন্টে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বাসিন্দা লিখেছেন, “আমি এই মানুষটিকে ভালবাসি। আমার জীবনের একটা বড় বিড়ম্বনা হল, আমি যুব বয়সে যখন ভারতে ছিলাম তখন সবসময় ভাবতাম, কেন আব্রাহাম লিঙ্কন, জন কেনেডির মতো নেতা পাই না। ৪০ বছরের বেশি সময় ধরে এখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছি এবং এখন ভাবছি কেন মোদীর মতো নেতা আমরা পাই না।” আরেক নেটিজেন লিখেছেন, “প্রধানমন্ত্রী কেমন হওয়া উচিত এটা তার নজির। ভারত খুব ভাগ্যবান যে, মোদীজির মতো মহান প্রধানমন্ত্রী এবং যোগীজির মতো মুখ্যমন্ত্রী পেয়েছে।” নেটিজেনরা প্রধানমন্ত্রী মোদীকে ‘নম্র’, ‘নিঃস্বার্থ’ ও ‘বুদ্ধিমান’ ব্যক্তি বলেও অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী মোদী যেমন বিশ্বের ধনী, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে স্বাচ্ছন্দ্য, তেমনই দরিদ্র, বঞ্চিত মানুষেরাও তাঁর কাছে সমান বলে উল্লেখ করেছেন এক নেটিজেন। কেবল সাধারণ নেটিজেন নন, এশিয়া গ্রুপ ফার্মের অংশীদার অশোক মালিকের মতো বিশিষ্ট ব্যক্তিও প্রধানমন্ত্রী মোদীকে এই ভূমিকায় দেখে অভিভূত।