Mamata Banerjee: গঙ্গাসাগর সফর পিছিয়ে দিলেন মমতা, বদল অন্যান্য় কর্মসূচিতেও – Bengali News | Mamata Banerjee is going to ganga sagar on opening ceremony of Sagar Mela
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit source: Facebook
কলকাতা: প্রত্যেক বারের মতো এবছরও গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্য বার যেভাবে মেলা শুরু হওয়ার আগে পরিদর্শন করে আসেন, এবার তা হচ্ছে না। যে দিন থেকে মেলা শুরু হবে, সেই দিন যাচ্ছেন মমতা। আগামী ৩ ও ৪ জানুয়ারি গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রবিবার জানা গিয়েছে, আগামী ৭, ৮ ও ৯ জানুয়ারি সাগরে থাকবেন মমতা। ৮ তারিখ থেকেই মেলা শুরু হচ্ছে। তাই উদ্বোধনের সময় তিনি থাকবেন বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, ২ জানুয়ারি নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেটা হচ্ছে না। কথা ছিল, গঙ্গাসাগর থেকে ফেরার পথে ৪ জানুয়ারি জয়নগরে সভা করবেন তিনি। সেই কর্মসূচিও পিছিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া, কলকাতা পুলিশের ডিভিশন অফিসের উদ্বোধনের দিন পরিবর্তন হয়ে ৮ তারিখ করা হয়েছে। ২ জানুয়ারির পরিবর্তে ৮ জানুয়ারি ধার্য করা হয়েছে। পুলিশ সূত্রে সূত্রের খবর পোলেরহাট ও চন্দনেশ্বর থানার বিল্ডিং এখনও সম্পূর্ণ হয়নি। ৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর যাবেন। ওই দিনই নতুন থানার উদ্বোধন করবেন বলে খবর। কী কারণে সব কর্মসূচি পিছিয়ে দেওয়া হল, তা স্পষ্ট নয়।