Amitabh Bachchan: অভিনয় নয়, এই কাজ করেই বছরে ১৩২ কোটি টাকা কামাবেন অমিতাভ বচ্চন - Bengali News | Bollywood Superstar Amitabh Bachchan Gives his Property on Lease, Will Earn more than 11 Crore every Month - 24 Ghanta Bangla News

Amitabh Bachchan: অভিনয় নয়, এই কাজ করেই বছরে ১৩২ কোটি টাকা কামাবেন অমিতাভ বচ্চন – Bengali News | Bollywood Superstar Amitabh Bachchan Gives his Property on Lease, Will Earn more than 11 Crore every Month

0

নয়া দিল্লি: বলিউডের শাহেনশা তিনি। দশকের পর দশক ধরে বলিউডে রাজত্ব করছেন। বিগ-বির সম্পত্তির পরিমাণ যে কয়েকশো কোটি টাকা হবে, তা যে কেউ আন্দাজ করতে পারেন। ৮১ বছর বয়সেও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) চুটিয়ে অভিনয় করছেন সিনেমায়। সঙ্গে বিজ্ঞাপনেও অভিনয় করেন। তবে জানেন কি, অভিনয়ের সঙ্গে সঙ্গে আরও একটি কাজ করছেন বিগ-বি, যা থেকে বছরে ১৩২ কোটি টাকা উপার্জন করবেন তিনি?   

না, নতুন কোনও পেশা নয়। এবার নিজের সম্পত্তি লিজে দিচ্ছেন বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, মুম্বাইয়ের ওশিয়ারায় একটি বাণিজ্যিক টাওয়ারে তাঁর চারটি অফিস পাঁচ বছরের জন্য বিনোদন সংস্থা ওয়ার্নার মিউজিক ইন্ডিয়াকে লিজ দিয়েছেন। চুক্তি অনুযায়ী, এই সম্পত্তির জন্য ওয়ার্নার সংস্থাকে প্রতি মাসে ১১ কোটিরও বেশি টাকা দিতে হবে অমিতাভ বচ্চনকে। অর্থাৎ এক বছরেই ১৩২ কোটি টাকারও বেশি উপার্জন করবেন বিগ-বি। ২০২৪ সালের মার্চ মাস থেকে এই চুক্তি শুরু হবে।

জানা গিয়েছে, প্রায় ২৯ কোটি টাকায় ১২ হাজার বর্গফুট ও ১০ হাজার ৮০০ বর্গফুট কার্পেট এরিয়ার চারচি অফিস কিনেছিলেন অমিতাভ বচ্চন। এবার সেই সম্পত্তিই তিনি ভাড়া দিচ্ছেন। লিজের চুক্তি অনুযায়ী, ওয়ার্নার মিউজিক সংস্থাকে প্রথম তিন বছর বর্গফুট প্রতি ১৭০ টাকা করে ভাড়া দিতে হবে। শেষের দুই বছরে ১৫ শতাংশ ভাড়া বাড়ানো হবে। ফলে ১২ হাজার বর্গফুটের ওই সম্পত্তির মাসিক ভাড়া ১১ কোটি টাকায় পৌঁছবে।

চুক্তি অনুযায়ী, ওয়ার্নার সংস্থা ওই টাওয়ারে অফিসের পাশাপাশি ১২টি পার্কিং স্লট-ও পাবে। গত ৮ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ার্নার সংস্থা আগাম ১.০৩ কোটি টাকাও দিয়েছে সিকিউরিটি ডিপোজিট হিসাবেষ

প্রসঙ্গত, মুম্বইয়ে একাধিক সম্পত্তি রয়েছে বচ্চন পরিবারের। সম্প্রতিই অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া বচ্চন তাঁদের মেয়ে শ্বেতা নন্দাকে মুম্বইয়ের বিলাসবহুল জুহু এলাকায় তাঁদের বিলাসবহুল বাংলো “প্রতীক্ষা” উপহার দিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed