Alipore Zoo: বছরের শেষ দিনে চিড়িয়াখানা আর ইকো পার্কের হাড্ডাহাড্ডি লড়াই, টেক্কা দিল কে? – Bengali News | Alipore zoo and ECO park see highest footfalls on the last day of 2023
বর্ষশেষে জমাটি ভিড় ইকোপার্ক থেকে চিড়িয়াখানায়।
কলকাতা: জাঁকিয়ে শীত নেই। তবে ঠান্ডার আমেজ রয়েছে। আর সেই আমেজকে সঙ্গী করেই বছরের শেষ দিন মানুষ ভিড় জমালেন চিড়িয়াখানা, ইকো পার্কে। কেউ শহরতলি থেকে এসেছেন। কেউ বা দূরের কোনও জেলা থেকে। উৎসাহে খামতি নেই। বছরের শেষ দিন চিড়িয়াখানার ওম নিলেন চেটেপুটে। শুধু পশু-পাখি দেখাই নয়, রীতিমতো চাটাই পেতে গল্পের আসরও বসেছে। খাওয়া-দাওয়াও চলেছে পুরোদমে। একইরকম ছবি ইকো পার্কে। তবে দিনের শেষে ভিড়ের নিরিখে ইকো পার্ককে টেক্কা দিল চিড়িয়াখানা।
রবিবার চিড়িয়াখানায় এসেছিলেন ৭০ হাজার ১৭৭ জন। ৫০ হাজারের বেশি লোক বছরের শেষ দিন এসেছিলেন ইকো পার্কেও। তবে ভিড়ের নিরিখে কিছুটা পিছনে রইল। এদিন ইকো পার্কে ৫৭ হাজার ৩৯৫ জন এসেছিলেন। এই দুটি ছাড়াও শহরের আরও বিভিন্ন জায়গায় ভিড় করেছিলেন পর্যটকরা। আলিপুর জেল মিউজিয়াম দেখতে আসেন ৭ হাজার ৮০০ জন। সেখানে এয়ারক্রাফট মিউজিয়ামে ২ হাজার ২০০ জন এসেছিলেন। আর মাদার ওয়াক্স মিউজিয়ামে এসেছিলেন ১৬৬৩ জন।
প্রতি বছরই এইদিনে ভিড় হয় এইসব জায়গায়। ছোটদের হাত ধরে পশু-পাখি দেখতে চিড়িয়াখানায় ঢুঁ মারেন বড়রা। একটু ঘোরার পর খানিক বিশ্রাম। সেই সময়ে খাওয়া। তারপর আবার সপরিবারে পশু-পাখি দেখা। জিরাফ দেখতে যেমন ভিড় হল, তেমই বাঘের গর্জন শুনতেও দাঁড়িয়ে থাকলেন অনেকে। ভিড়ের মাঝে দাঁড়িয়ে বিভিন্ন প্রজাতির সাপ দেখা। বিরক্তি প্রকাশ না করেই সারাদিন ধরে হুল্লোড়।
এই খবরটিও পড়ুন
নিউটাউনের ইকো পার্কে বোটিংয়ের আনন্দ নিতেও ভিড় জমালেন মানুষ। একে বছরের শেষ দিন। তার উপর রবিবার। বেলা বাড়ার সঙ্গে ভিড়ও বাড়ে। দিনশেষে অবশ্য বিজয়ীর হাসি হাসল চিড়িয়াখানা।