সেঞ্চুরিয়নে ডাহা ফেল, রোহিত নন, বিরাটই ভারতের যোগ্য ক্যাপ্টেন বলে মনে করছেন কে?
কলকাতা: তেইশের বিশ্বকাপে নজর কেড়েছিল ভারত। তীরে এলে তরী ডুবলেও পুরো টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিল নীল জার্সিরা। ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়েই টানা সিরিজ খেলেছে ভারত। বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচদিনের টি-২০ সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। সূর্যকুমারের যাদবের নেতৃত্বে সেই সিরিজ জিতেছে ভারত। এরপর দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম দুই টুর্নামেন্টে সাফল্য পেলেও, শেষ টেস্ট ম্যাচে ডাহা ফেল করেছে মেন ইন ব্লু। আর এরপরই আলোচনায় উঠে এসেছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রশ্নের মুখে পড়তে হচ্ছে হিটম্যানকে। টেস্টে ভারতের এই ফলের পর রোহিত-বিরাটের অধিনায়কত্বের তুলনা করছেন প্রাক্তন ভারতীয় তারকা। কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে হারের পর যেভাবে আন্তর্জাতিক ট্রফির খরা কাটাতে মরিয়া হয়ে উঠেছিল ভারত, তাতে আশা ছিল বছরের শেষটা জয় দিয়েই হবে। তবে বছর শেষে আর হাসা হল না টিম ইন্ডিয়ার। সেঞ্চুরিয়নের বক্সিং ডে টেস্টে ডুবিয়েছে ভারতের ব্যাটিং থেকে বোলিং লাইনআপ। সাদা জার্সিতে নজর কাড়তে পারেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কাগিসো রাবাডার বলে কার্যত কেঁপে ওঠেন হিটম্যান। আর এরপরই রোহিতের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। শুধু তাই নয়, প্রশ্ন উঠছে হিটম্যানের অধিনায়কত্ব নিয়েও। রোহিতের সঙ্গে তুলনা করা হচ্ছে বিরাটের ক্যাপটেন্সি। প্রাক্তন ভারতীয় তারকা সুব্রামনিয়াম বদ্রীনাথ।
সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে ভারতের পারফরম্যান্স দেখে চুপ করে বসে থাকতে পারেননি প্রাক্তন ভারতীয় তারকা বদ্রীনাথ। তাঁর মতে, রোহিতের থেকে বিরাট টেস্ট অধিনায়ক হিসেবে বেশি সফল। অধিনায়ক হিসেবে টেস্টে ৫,০০০-এর বেশি রান করেছেন। ৬৮ টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করে ৪০ টি সাফল্য এনে দিয়েছেন দলকে। বদ্রীনাথের মতে, বিদেশের মাটিতে নিজেরে প্রমাণ করতে পারেননি রোহিত। তাঁর চেয়ে বরং বিরাট অনেকবেশি সফল। প্রায় ২ বছর হতে চলল অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট। তবে আজও আলোচনায় উঠে আসছেন তিনি। এই প্রসঙ্গে বিসিসিআইকেও বিঁধতে ছাড়েননি বদ্রীনাথ। কোহলির থেকে কেন ক্যাপটেন্সি কেড়ে নেওয়া হল প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় তারকা।