বছরশেষে বিরাটের পাশে থাকার জন্য প্রোটিয়াদের দেশে হাজির অনুষ্কা
বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বিরাটপত্নী অনুষ্কা শর্মা। সেই গুঞ্জনের মাঝেই এ বার দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেলেন অনুষ্কা শর্মা। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন বিরাট কোহলি। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হেরেছে ভারত। এ বার ৩ জানুয়ারি থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
তিন দিনে ভারত-দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট শেষ হয়ে যাওয়ায় দুই দলের ক্রিকেটাররা কয়েকটা দিন ছুটি পেয়েছেন। অবশ্য টিম ইন্ডিয়ার আজ, ৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ছিল ঐচ্ছিক অনুশীলন। তাতে দেখা যায়নি বিরাট কোহলিকে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
আসলে বলিউড ডিভা অনুষ্কা শর্মা (Anushka Sharma) তেইশকে বিদায় জানাতে এবং চব্বিশকে বরণ করতে চান স্বামী বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে বিরাটপত্নী অনুষ্কা শর্মার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। নেটদুনিয়া বলছে, অনুষ্কা দক্ষিণ আফ্রিকার বিগ মাউথ রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় রেস্তোয়াঁ বিগ মাউথ অবস্থিত নেলসন ম্যান্ডেলা স্কোয়ারে। সেখানে অনুষ্কা শর্মার সামনে অবশ্য বিরাট কোহলি ছিলেন না। ভাইরাল হওয়া ছবিতে অনুষ্কার সামনে টেবলে অন্য একজন মহিলাকে দেখা যায়। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
অতীতে একাধিক সফরে বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মাকে দেখা যেত। তাঁদের মেয়ে ভামিকা হওয়ার পর থেকে ভারতের প্রতিটি সফরে অনুষ্কা আর বিরাটের সঙ্গে যেতে পারেন না। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
বিরাটের সঙ্গে সব সফরে অনুষ্কা না যেতে পারলেও, ২০২৩ সালের শেষটা এবং ২০২৪ সালের শুরুটা একসঙ্গেই করতে চলেছে সকলের প্রিয় বিরুষ্কা জুটি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)