Road Accident in Hooghly: পুলিশের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুতে উত্তেজনা বলাগড়ে, পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ – Bengali News | Death of a young man after being hit by a police car caused tension, blocking the road and protesting in Hooghly

ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV-9 Bangla
বলাগড়: দিন দু’য়েক আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী ছিল পান্ডুয়া (Pandua)। বাড়ি থেকে এগরোল খেতে বেরিয়ে আর ঘরে ফেরা হয়নি একাদশ শ্রেণির দুই ছাত্রের। চারচাকার ধাক্কায় রাস্তাতেই মৃত্যু হয় তালবোনার দুই ছেলের। এরইমধ্যে এবার বলাগড়ে গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুতে নতুন করে উত্তেজনা। অভিযোগ, যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটি পুলিশের। মৃত যুবকের নাম অনিমেষ দাস। বয়স সাতাশ। বলাগড় আরাজি ভবানীপুর গ্রামে বাড়ি অনিমেষের।
এদিন সকালে বাইকে চড়ে বলাগড় থেকে জিরাটের দিকে যাচ্ছিল অনিমেষ। সূত্রের খবর, আচমকা এস টি কে কে রোডের হাজরাপাড়া মোড়ে একটি পুলিশের গাড়ি বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। মুহূর্তেই বাইক থেকে ছিটকে পড়েন ওই যুবক। রক্তে ভেসে যায় রাস্তা। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। রাস্তাতেই মৃত্যু হয় অনিমেষের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এই খবরটিও পড়ুন
অনিমেষের বাড়ির এলাকা থেকেও ঘটনাস্থলে ছুটে আসেন অনেক মানুষ। আসেন যুবকের সহকর্মীরা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, বাইকটার ঠিক পিছনেই পুলিশের গাড়িটা খুবই দ্রুত গতিতে আসছিল। আচমকা খুব জোরালো একটা শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় ওই যুবক রাস্তায় পড়ে রয়েছে। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ ভ্যানে যাঁরা ছিল তাঁদের সকলকেই দিতে হবে শাস্তি। না হলে উঠবে না অবরোধ। যদিও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁদের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত ফাঁকা করে দেওয়া হয় রাস্তা। অনিমেষের দেহ উদ্ধার করে জিরাট আহমেদপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।