NTPC Recruitment 2023: বছর শেষে সরকারি চাকরির সুযোগ, ৩১ তারিখের মধ্যে করুন আবেদন - Bengali News | NTPC Recruitment 2023: NTPC is Recruiting in 114 Posts, Know details of Application - 24 Ghanta Bangla News

NTPC Recruitment 2023: বছর শেষে সরকারি চাকরির সুযোগ, ৩১ তারিখের মধ্যে করুন আবেদন – Bengali News | NTPC Recruitment 2023: NTPC is Recruiting in 114 Posts, Know details of Application

0

এনটিপিসি-তে চলছে নিয়োগ।Image Credit source: Twitter

নয়া দিল্লি: সরকারি চাকরির দারুণ সুযোগ। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন মাইনিং লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাইনিং ওভারম্যান, ম্যাগাজিন ইন-চার্জ, মেকানিকাল সুপারভাইসর সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর।

এনটিপিসির তরফে জানানো হয়েছে, মোট ১১৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মাইনিং ওভারম্যান-৫২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মেকানিক্যাল সুপারভাইসর– ২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ইলেকট্রিকাল সুপারভাইসর– ১৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

জুনিয়র মাইনিং সার্ভেয়ার– ১১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ম্যাগাজিন ইন-চার্জ– ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মাইনিং সিরদার– ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ভোকেশনাল ট্রেনিং ইন্সট্রাক্টর– ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদন করার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হল ৩০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীদের অবশ্যই মাইনিং, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাপ্রাপ্ত হতে হবে।

আবেদন ফি-

এই শূন্য়পদে আবেদন করার জন্য আবেদনকারীদের ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও মহিলা আবেদনকারীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট ntpc.co.in- এ ক্লিক করতে হবে।

এবার কেরিয়ার ট্য়াবে গিয়ে ক্লিক করতে হলে।

এবার আবেদন পত্র খুলে যাবে। এই আবেদন পত্র পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed