Narendra Modi: উজ্জ্বলা যোজনায় ১০ কোটিতম উপভোক্তার ঘরে চা পান, রামতীর্থে 'ঘরের ছেলে' নমো - Bengali News | PM Narendra Modi visits a house of Ujjwala Yojana beneficiary and drinks tea there during his visit to Ayodhya - 24 Ghanta Bangla News

Narendra Modi: উজ্জ্বলা যোজনায় ১০ কোটিতম উপভোক্তার ঘরে চা পান, রামতীর্থে ‘ঘরের ছেলে’ নমো – Bengali News | PM Narendra Modi visits a house of Ujjwala Yojana beneficiary and drinks tea there during his visit to Ayodhya

0

অযোধ্যায় গৃহস্থের বাড়িতে নমোImage Credit source: TV9 Bangla

অযোধ্যা: ঘুঁটে পুড়িয়ে রান্না করার দিন এখন অতীত। দেশের প্রতিটি কোনায় রান্নার গ্য়াস পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বল্প মূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য চালু করেছেন উজ্জ্বলা যোজনা। সেই উজ্জ্বলা যোজনার দৌলতে এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে রয়েছে রান্নার গ্যাস। শনিবার অযোধ্যায় গিয়ে সেরকমই এক উজ্জ্বলা উপভোক্তার বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাড়ির গৃহিনী উজ্জ্বলা যোজনার ১০ কোটিতম উপভোক্তা। সেখানে গৃহস্থের বাড়িতে বসে চা খেলেন প্রধানমন্ত্রী নমো। মিশে গেলেন অযোধ্যার আমজনতার মনের সঙ্গে। নমো এখানে যেন প্রধানমন্ত্রী নয়, তিনি যেন আম জনতার ঘরের ছেলে।

বছর ঘুরলেই মন্দিরনগরী অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন। ২২ জানুয়ারি জমকালো উদ্বোধনের জন্য সেজে উঠছে গোটা অযোধ্য়া শহর। তার আগে শনিবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে অযোধ্যায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার নবনির্মিত বিমানবন্দরের উদ্বোধনের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস হচ্ছে আজ। এসবের মধ্যেই ব্যস্ত কর্মসূচির ফাঁকে অযোধ্যাবাসীর মনের সঙ্গে মিশে গেলেন নমো।

এর পাশাপাশি অযোধ্যার কচিকাঁচাদের সঙ্গেও বেশ কিছুটা সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের হাতে আঁকা মন্দিরের ছবি দেখে অভিভূত প্রধানমন্ত্রী। বাচ্চাদের সঙ্গে ছবি তুললেন, তাদের অটোগ্রাফ দিলেন। সেলফিও তুললেন ছোটদের সঙ্গে।

উল্লেখ্য, আজ সকালে যখন প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে অযোধ্যা ধাম রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন, তখনও রাস্তার দু’ধারে ভিড় ছিল চোখে পড়ার মতো। পুষ্পবৃষ্টির মাধ্যমে মোদীকে স্বাগত জানান অযোধ্যাবাসী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed