Free Treatment Kolkata: সরকারি কর্মীদের জন্য সুখবর, চিকিৎসার খরচ নিয়ে বড় ঘোষণা নবান্নের – Bengali News | Up to 2 lakh rupees cashless treatment for State Government employees in SSKM, know the details
কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য এক বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। চিকিৎসায় লাগবে না কোনও খরচ! ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে হবে চিকিৎসা। ২ লক্ষ টাকার বেশি খরচ হলে, তা হাসপাতালের নিয়ম মেনেই দিতে হবে সরকারি কর্মীকে। সম্প্রতি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে, শুধুমাত্র একটি সরকারি হাসপাতালে আপাতত চালু হচ্ছে এই পরিষেবা। সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে এই পরিষেবা দেওয়া হবে।
সবিস্তারে আসছে…