Ayodhya Ram Mandir: ঘরে বসেই করুন রাম মন্দিরে আরতির পাশ বুকিং, কীভাবে করবেন? জেনে নিন ধাপে ধাপে - Bengali News | Ayodhya Ram Mandir: How to book Aarti pass from home, know step by step - 24 Ghanta Bangla News

Ayodhya Ram Mandir: ঘরে বসেই করুন রাম মন্দিরে আরতির পাশ বুকিং, কীভাবে করবেন? জেনে নিন ধাপে ধাপে – Bengali News | Ayodhya Ram Mandir: How to book Aarti pass from home, know step by step

0

রাম মন্দির (ফাইল ছবি)Image Credit source: Ram Mandir Website

অযোধ্যা: ২০২৪-এর ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, এখন তার প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এরপর মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। তবে, এখন থেকেই মন্দিরে আরতির জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে। দিনে তিনবার রামের আরতি করা হবে। তবে ভবিষ্যতে আরতিতে মানুষের সংখ্যা বাড়ানো যেতে পারে। প্রতিবার ৩০ জনকে আরতিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। এই পাসের জন্য বুকিং শুরু হয়েছে। আপনিও যদি রামলালার আরতিতে অংশ নিতে চান, তাহলে ঘরে বসেই বুক করতে পারবেন। আরতি বুক করার জন্য কোনও মূল্য নেই।

রামলালার প্রথম আরতি হবে সকাল সাড়ে ৬টায়। এটি হল শৃঙ্গার আরতি। এরপর, দুপুর ১২টায় হবে ভোগ আরতি এবং সন্ধ্যা ৭.৩০-য় সন্ধা আরতি। তবে পাশ ছাড়া কেউ আরতিতে অংশ নিতে পারবেন না। এই পাশ অনলাইনে বুক করা যাবে। এর জন্য ভক্তদের যেতে হবে রাম জন্মভূমি মন্দিরের পোর্টালে। এখানে আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডের মাধ্যমে আরতির পাশের জন্য নাম নিবন্ধন করতে পারবেন। আরতির পাশের জন্য বুকিং এখান থেকেই করা যাবে। মন্দির দর্শনের সময়, এই পাশ সংগ্রহ করা যাবে।

কীভাবে আরতি পাশের জন্য বুক করবেন?

১. প্রথমে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট, srjbtkshetra.org -এ যান

২. আপনাকে মোবাইল নম্বর দিতে হবে, এরপর ওটিপির সাহায্যে লগইন করতে হবে

৩. হোমপেজে আরতি সেকশনে ক্লিক করুন

৪. এবার বেছে নিন তারিখ এবং কোন ধরনের আরতিতে আপনি অংশ নিতে চাইছেন

৫. ভক্তের নাম, ঠিকানা, ছবি, মোবাইল নম্বরের মতো বিবরন দিন

৬. মন্দির দর্শনের দিন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড দেখিয়ে, কাউন্টার থেকে পাশ সংগ্রহ করতে হবে

আরতি পাশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় –

১. ১০ বছরের নীচের শিশুদের জন্য আলাদা পাশ লাগবে না

২. যে পরিচয়পত্র পাশ বুকিংয়ের সময় ব্যবহার করবেন, সেই পরিচয়পত্রই পাশ সংগ্রহের সময় দেখাতে হবে

৩. সামান্য খরচে হুইল চেয়ার পরিষেবাও পাওয়া যাবে

৪. আরতির ২৪ ঘণ্টা আগে এসএমএস এবং ইমেইলে মন্দির কর্তৃপক্ষ আরতির কথা মনে করিয়ে দেবে

৫. আরতির দিন, ট্রাস্টের ওয়েবসাইটে ঢুকে আপনার উপস্থিতির জানান দিতে হবে

প্রাণ প্রতিষ্টার সম্পূর্ণ সূচি – 

১৬ জানুয়ারি – প্রায়শ্চিত্ত, সরয়ু নদীর তীরে দশবিধ স্নান, বিষ্ণু পূজা ও গোদান

১৭ জানুয়ারি – রামলালার মূর্তি নিয়ে অযোধ্যা যাবে শোভাযাত্রা, ভক্তরা মঙ্গল কলশে সরযুর জল বহন করে মন্দিরে পৌঁছবেন

১৮ জানুয়ারি- গণেশ অম্বিকা পূজা, বরুণ পূজা, মাতৃকা পূজা, ব্রাহ্মণ নির্বাচন এবং বাস্তু পূজা, আনুষ্ঠানিক আচার শুরু

১৯ জানুয়ারি- অগ্নি স্থাপন, নবগ্রহ স্থাপন ও হবন

২০ জানুয়ারি- সরযুর পবিত্র জল দিয়ে মন্দিরের গর্ভগৃহ ধোয়া, বাস্তু শান্তি, অন্নধিবাস

২১ জানুয়ারি – ১২৫টি কলস দিয়ে ঐশ্বরিক স্নান, শয়াধিবাস

২২ জানুয়ারি – সকালের পুজোর পর বিকেলে মৃগশিরা নক্ষত্রে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x