পুরোপুরি ফিট ছিলেন না, নিয়মিত ইঞ্জেকশন নিয়েও বিশ্বকাপে জ্বলে ওঠেন সামি! - Bengali News | Mohammed Shami took regular injections during World Cup 2023, out of South Africa Tests due to chronic heel issue - 24 Ghanta Bangla News

পুরোপুরি ফিট ছিলেন না, নিয়মিত ইঞ্জেকশন নিয়েও বিশ্বকাপে জ্বলে ওঠেন সামি! – Bengali News | Mohammed Shami took regular injections during World Cup 2023, out of South Africa Tests due to chronic heel issue

0

কলকাতা: তেইশের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) আগুন ফর্মে ছিলেন মহম্মদ সামি (Mohammed Shami)। গ্রুপপর্বের শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করলেও, পরে এসে জাত চিনিয়েছেন। বিশ্বকাপেব ৭ ম্যাচে একাই তুলে নেন ২৪ উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সামি ম্যাজিক ভুলবে না ক্রিকেটবিশ্ব। একাই ৭ উইকেট নিয়ে ভারতকে ফাইনালে পৌঁছে দেন তিনি। যখন সামির ফর্ম নিয়ে দিকে দিকে প্রশংসার ঝড়, তখন নাকি পুরোপুরি ফিট ছিলেন না তিনি। বিশ্বকাপ চলাকালীন তাঁকে রোজ ইঞ্জেকশন নিতে হত বলে খবর। যে কারণে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তাঁকে প্রথমে দলে রাখা হলেও পরে নাম বাতিল করা হয়। জানা যাচ্ছে, সামিকে খেলার অনুমতি দেয়নি বিসিসিআইয়ের মেডিক্যাল টিম।

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সেই সিরিজ জিতেছে মেন ইন ব্লু। ভারত-অস্ট্রেলিয়া পাঁচদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট-রোহিতদের। পাওয়া যায়নি সামিকেও। এরপর দক্ষিণ আফ্রিকায় তিন ফর্ম্যাটের সিরিজেও দলে নেই সামি। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে সামির অভাব অনুভব করেছে ভারত। বিশ্বকাপে চোট পেয়েছিলেন বলে শোনা গিয়েছিল। এ বার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বিশ্বকাপের সময়ও পুরোপুরি ফিট ছিলেন না সামি। নিয়মিত ইঞ্জেকশন নিতে হয়েছে তাঁকে। পিটিআইয়ের বিশ্বস্ত সূত্র মারফত এমনটাই খবর। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে তাঁকে ফিটনেস পরীক্ষায় পাশ করেননি তিনি।

পিটিআইয়ের বিশ্বস্ত সূত্রের দাবি, গোড়ালিতে চোটের সমস্যায় ভুগছেন ভারতের তারকা পেসার। তিনি আরও জানিয়েছেন, বিশ্বকাপের সময়ও অসুস্থ ছিলেন সামি। তাঁর কথায়, “অনেকেই জানেন না যে বিশ্বকাপের সময়ও অসুস্থ ছিলেন তিনি। নিয়মিত ইঞ্জেকশন নিয়েছেন। ” এখনও পুরোপুরি ফিট নয় তিনি। কবে মাঠে ফিরবেন ভারতের তারকা পেসার তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সামিকে ফের বাইশগজে দেখার আশায় বুক বাঁধছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed