RSS Chief Mohan Bhagwat: কাল কলকাতায় মোহন ভাগবত, যাবেন প্রাক্তন CBI কর্তা উপেন বিশ্বাসের বাড়ি – Bengali News | RSS Chief Mohan Bhagwat coming to Kolkata and sources claim he likely to meet former CBI Officer Upen Biswas
মোহন ভাগবত ও উপেন বিশ্বাসImage Credit source: Facebook
কলকাতা: রবিবার বিজেপি ও আরএসএস-এর সমন্বয় বৈঠক হওয়ার কথা। তার আগে আগামিকাল কলকাতায় আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত। দু’দিন কলকাতায় থাকার কথা রয়েছে তাঁর। লোকসভা ভোটের আগে যখন বাংলা নিয়ে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, তখন মোহন ভাগবতের এবারের কলকাতা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির দুই মহারথী অমিত শাহ, জে পি নাড্ডা একসঙ্গে ঘুরে গিয়েছেন বাংলা থেকে। তারপর বিজেপির আরও এক কেন্দ্রীয় নেতা বি এল সন্তোষ। আর এবার বিজেপি-আরএসএস সমন্বয় বৈঠকের মুখে দু’দিনের বঙ্গ সফরে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত। আগামিকাল বিকেলে কল্যাণ চৌবে এবং উপেন বিশ্বাসের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর রবিবার সমন্বয় বৈঠক সেরে আবার ফিরে যাবেন মোহন ভাগবত।
প্রসঙ্গত, সম্প্রতি মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ের বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। বাংলার থেকেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসন সংখ্যা আরও বাড়ানোর টার্গেট নিয়েছেন। সেই মতো প্রস্তুতিও চলছে বঙ্গ বিজেপির অন্দরে। এসবের মধ্যেই সূত্রের খবর, আরএসএস শিবিরও লোকসভা ভোটের আগে বাংলায় জনমতের হাল-হকিকত বুঝে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
সেই মতো একটি সমান্তরাল বাহিনীকে ব্যবহার করারও সিদ্ধান্ত নিয়েছে সংঘ, সূত্রের খবর তেমনই। বিভিন্ন লোকসভা কেন্দ্রে বুথ ও এলাকাভিত্তিক হিসেবে সংঘের স্বয়ংসেবকদের ব্যবহার করা হবে বলে সূত্রের খবর। তাঁদের মূলত কাজ, সেখানকার জনমানসের বাস্তব চিত্রটি খতিয়ে দেখা।
এই খবরটিও পড়ুন
এসবের মধ্যেই আগামিকাল কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দু’দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে সংঘ প্রধানের। রবিবার বিজেপি ও আরএসএস-এর সমন্বয় বৈঠকের আগে আগামিকালই প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস ও কল্যাণ চৌবের বাড়িতে যাওয়ার কথা আছে তাঁর।