Nawaz Sharif: বড় স্বস্তি নওয়াজ শরিফের, মনোনয়ন গ্রহণ করল নির্বাচন কমিশন - Bengali News | Nawaz Sharif will contest in Pakistan national election from 2 seat - 24 Ghanta Bangla News

Nawaz Sharif: বড় স্বস্তি নওয়াজ শরিফের, মনোনয়ন গ্রহণ করল নির্বাচন কমিশন – Bengali News | Nawaz Sharif will contest in Pakistan national election from 2 seat

0

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। Image Credit source: AFP

ইসলামাবাদ: আগামী বছরই পাকিস্তানে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অবশেষে ছাড়পত্র পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। যদিও নওয়াজ শরিফের নির্বাচনে ছাড়পত্র পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে অন্যতম প্রতিদ্বন্দ্বী, ইমরান খানের দল পিটিআই। এবার নওয়াজ শরিফ জয়ী হলে তিনি চতুর্থবারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন।

PML-N প্রধান নওয়াজ শরিফ দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি চেয়েছিলেন। তাঁর সেই অনুমতি মঞ্জুর করেছে পাক নির্বাচন কমিশন। ফলে লাহোর এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানসহরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শরিফ। তাঁর বিপরীতে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, পানামা দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল নওয়াজ শরিফের। আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০১৭ সালে পাক সুপ্রিম কোর্ট নওয়াজের নির্বাচনে লড়াইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর দীর্ঘ ৪ বছর দেশের বাইরে, লন্ডনে ছিলেন নওয়াজ। মাস দুয়েক আগেই তিনি দেশে ফিরেছেন। অবশেষে তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নিষেধাজ্ঞা তুলে নিল পাক নির্বাচন কমিশন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed