CM Mamata Banerjee: ডান কাঁধে পুরনো চোট, SSKM-এ সফল অস্ত্রোপচার মমতার - Bengali News | Successful surgical operation of right shoulder injury of CM Mamata Banerjee in SSKM - 24 Ghanta Bangla News

CM Mamata Banerjee: ডান কাঁধে পুরনো চোট, SSKM-এ সফল অস্ত্রোপচার মমতার – Bengali News | Successful surgical operation of right shoulder injury of CM Mamata Banerjee in SSKM

0

কলকাতা: শুক্রবারই উডবার্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ডান কাঁধে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। এই খবর আগেই মিলেছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তা নিয়ে চর্চা চলছিল। অবশেষে শুক্রের বিকাল ৪টে নাগাদ সেই অস্ত্রপোচার সফল হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ডান কাঁধে মটরশুটির আকৃতির মাংসপিণ্ডের অস্ত্রোপচার হয়েছে। সংস্কারের পর উডবার্নের ওটি কক্ষে প্রথম অস্ত্রোপচার হল মুখ্যমন্ত্রীর‌ই। কার্যত মুখ্যমন্ত্রীকে দিয়েই উদ্বোধন হল নবরূপে সজ্জিত উডবার্নের অস্ত্রোপচার কক্ষের।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর অপারেশনের আগে তিন দফায় ওটি কক্ষের ফিউমিগেশন হয়। অর্থাৎ সংক্রমণ রোধে জীবাণু নাশ করার প্রক্রিয়া চলে। বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ ফিউমিগেট করে ওটি কক্ষ বন্ধ রাখা হয়েছিল। আজ অপারেশনের আগে সেটি খোলা হয়। ফিউমিগেশনের এটাই পদ্ধতি।

এই খবরটিও পড়ুন

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তাঁর অপারেশনের সময় বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত কার্ডিওলজিস্ট ধীমান কাহালি থাকুন। শেষ পর্যন্ত অপারেশনের আগে এস‌এসকেএমের প্রবীণ কার্ডিওলজিস্টের মত নেওয়া হয়। অপারেশন নিয়ে হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, “রুটিন চেক আপের জন্য এসেছিলেন। রুটিন চেক আপের সময় তাঁর ডান কাঁধের পুরনো চোটের জায়গায় একটি অস্ত্রোপচারের প্রয়োজন হয়। সেটা করা হয়েছে।” এদিন বিকালেই আবার হাসপাতাল থেকে বের হওয়ার মুহূর্তে মমতার সঙ্গে দেখা করতে আসেন মেয়র ফিরহাদ হাকিম। হাসপাতাল থেকে বের হওয়ার মুহূর্তে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান মমতা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed