সচিন থেকে বিরাট, বক্সিং ডে টেস্টে সোনা ফলিয়েছেন যে সব ভারতীয় তারকারা
বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় দল। সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলছে রোহিত শর্মার ভারত। (ছবি:সোশ্যাল মিডিয়া)
প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করে সকলকে চমকে দেন লোকেশ রাহুল। এই আবহে জেনে নিন আর কোন ভারতীয় তারকারা বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন….(ছবি:সোশ্যাল মিডিয়া)
এই তালিকায় রয়েছেন দিলীপ বেঙ্গসরকর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শতরান করেছিলেন। ভারতীয়দের মধ্যে বক্সিং টেস্টে প্রথম শতরান করেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৯ রানের ইনিংস খেলেছিলেন কপিল। (ছবি:সোশ্যাল মিডিয়া)
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজারউদ্দিনেরও এই রেকর্ড রয়েছে। ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ১০৩ রান করেছিলেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
এই তালিকায় নাম লিখিয়েছেন সচিন তেন্ডুলকরও। প্রথম ভারতীয় হিসেবে বক্সিং ডে টেস্টে দুটো শতরানের রেকর্ড রয়েছে মাস্টার ব্লাস্টারের দখলে। প্রথমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন মাস্টার। (ছবি:সোশ্যাল মিডিয়া)
ভারতীয়দের মধ্যে বক্সিং ডে টেস্টে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে বীরেন্দ্র সেওয়াগের। ২০০৩ সালে অজিদের বিরুদ্ধে ১৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
২০১৪ সালে এই রেকর্ড করেন বিরাট কোহলিও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৯ রান করেছিলেন কিং। এ ছাড়া এই তালিকায় রয়েছেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারার মতো তারকারা। (ছবি:সোশ্যাল মিডিয়া)