মনোজই অধিনায়ক, রঞ্জি ট্রফির ঘোষিত বাংলা দলে দুই নতুন মুখ – Bengali News | Ranji Trophy 2024: Bengal Squad announced for first two matches, Veteran batter Manoj Tiwari to Lead
কলকাতা: রঞ্জি ট্রফির প্রথম দু-ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলা ক্রিকেট সংস্থা। নতুন বছরের শুরুতেই লাল-বলের সর্বভারতীয় প্রতিযোগিতা শুরু হচ্ছে। গত মরসুমে ফাইনালে উঠেছিল বাংলা। যদিও ৩৩ বছরের ট্রফির অপেক্ষা মেটেনি। ইডেন গার্ডেন্সে এ দিন সিএবি প্রথম ডিভিশন লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির পরই রঞ্জির দল বেছে নেন বাংলা ক্রিকেট সংস্থার নির্বাচকরা। স্কোয়াডে দুই নতুন মুখ শ্রেয়াংশ ঘোষ ও কিপার ব্যাটার সৌরভ পাল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রঞ্জি ট্রফিতে বাংলার সূচি
অন্ধ্রপ্রদেশ বনাম বাংলা, ০৫-০৮ জানুয়ারি, বিশাখাপত্তনম
উত্তরপ্রদেশ বনাম বাংলা, ১২-১৫ জানুয়ারি, কানপুর
বাংলা বনাম ছত্তিশগঢ়, ১৯-২২ জানুয়ারি, কলকাতা
অসম বনাম বাংলা, ২৬-২৯ জানুয়ারি, গুয়াহাটি
বাংলা ববাম মুম্বই, ০২-০৫ ফেব্রুয়ারি, কলকাতা
কেরল বনাম বাংলা, ০৯-১২ ফেব্রুয়ারি, থুম্বা
বাংলা বনাম বিহার, ১৬-১৯ ফেব্রুয়ারি, কলকাতা