ফ্যানকে পাকিস্তানে যেতে বললেন ধোনি! দেখুন ভিডিয়ো - Bengali News | MS Dhoni Advises Fan To 'Go To Pakistan For Their Food', Watch Fan Reply in Video - 24 Ghanta Bangla News

ফ্যানকে পাকিস্তানে যেতে বললেন ধোনি! দেখুন ভিডিয়ো – Bengali News | MS Dhoni Advises Fan To ‘Go To Pakistan For Their Food’, Watch Fan Reply in Video

0

কলকাতা: মহেন্দ্র সিং ধোনি হঠাৎ কেন এক ফ্যানকে পাকিস্তানে যেতে বললেন? এই নিয়ে বিস্তর জল্পনা। সেই ফ্যানও কিন্তু জবাব দিয়েছেন ধোনিকে। ভারতীয় ক্রিকেটের আইকন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে সামনে পেলে ফ্যানেরা নানা প্রশ্ন করার চেষ্টা করেন। সেলফির আব্দার তো থাকেই। অনেক সময়ই যতটা সম্ভব সেই আব্দার মেটানোর চেষ্টা করেন মাহি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তাঁর জনপ্রিয়তা এক বিন্দুও কমেনি। বরং সময়ের সঙ্গে যেন জনপ্রিয়তা আরও বাড়ছে। ধোনির যেমন অগনিত ভক্ত। তেমনই ধোনিরও তো পছন্দ রয়েছে! সেই থেকেই এক ফ্য়ানকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ মাহির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক কেরিয়ারের শুরুর দিকে পাকিস্তানের মাটিতে খেলার সুযোগ হয়েছে মহেন্দ্র সিং ধোনির। সে সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার তরুণ সদস্য ছিলেন মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানের আতিথেয়তা নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটারই প্রশংসা করে থাকেন। ঠিক যেমন পাকিস্তান ক্রিকেট দলও! এ বার ভারতে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে এসে হায়দরাবাদি বিরিয়ানির প্রেমে পড়েছিলেন বাবর আজমরা। পাকিস্তান সফরে গিয়ে সেই সময় সেখানকার খাবার খুবই ভালো লেগেছিল মাহিরও। এখনও কি তা হলে সেই খাবার মিস করেন?

সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে মহেন্দ্র সিং ধোনি এক ফ্যানকে পরামর্শ দিচ্ছেন, ‘তোমার উচিত এক বারের জন্য হলেও পাকিস্তানে যাওয়া এবং সেখানকার খাবার ট্রাই করা।’ পাকিস্তানের খাবারের প্রশংসাতেই এমন পরামর্শ মাহির। যদিও সেই ফ্যান সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘যতই ভালো খাবার পাওয়া যাক, আমি পাকিস্তানে যাচ্ছি না। সুস্বাদু খাবার অবশ্যই পছন্দ। তবে তার জন্য পাকিস্তানে যেতে রাজি নই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x