৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি চাকরি দিচ্ছেন মুখ্যমন্ত্রী

বাংলায় যখন চাকরির দাবিতে শিক্ষকরা রাস্তায়। তখনই প্রায় ৪ লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার পদক্ষেপ নিল বিহার সরকার। আজ, মঙ্গলবার এই ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
বিহার বিদ্যালয় সমিতির পরীক্ষায় পাশ করলেই মিলবে সরকারি কর্মীর মর্যাদা। লোকসভা ভোটের প্রাক্কালে এটা নীতিশ কুমার মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে।