বাংলার ৭ সাংসদকে ছেঁটে ফেলছে BJP, অমিত শাহের বৈঠক সিদ্ধান্ত ?
লোকসভা ভোটে বিজেপি বাংলার বেশ কয়েকজন সাংসদকে বাদ দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। বঙ্গ বিজেপি একটি প্রস্তাবিত প্রার্থী তালিকা তৈরি করেছে বলে পদ্ম শিবির সূত্রে খবর। জানা যাচ্ছে, সেই তালিকায় নাম রয়েছে ৪৫ জনের, বাদ পড়েছে বাংলার ৭ সাংসদ।
সেখানে সুযোগ পেতে পারেন ৬ জন বিধায়ক। তবে ৪৫ জনের যে তালিকা পাঠানো হয়েছে এতে কোনও তারকার নাম নেই। আজ অমিত শাহের বৈঠকেই এনিয়ে কথা হবে বলে খবর মিলছে।