বছর শেষে উধাও শীত! কলকাতা ও তৎসংলগ্ন এলাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি উপরে। সকাল-সন্ধে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও।
রাজ্যে আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া, বলছে হাওয়া অফিস। কমছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। বাড়ছে পুবালি হাওয়ার দাপট। দোসর হয়েছে ঘূর্ণাবর্তও।