দিলীপ ঘোষ কী আর বিজেপির টিকিট পাবেন?

আসন্ন লোকসভায় দিলীপ ঘোষ আর দলের টিকিট নাও পেতে পারেন। কারণ বিজেপির রাষ্ট্রীয় পদাধিকারী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে ৪১ থেকে ৫৫ বছর বয়সি প্রার্থীদের উপরই জোর দিতে হবে। আর দিলীপের বয়স ৫৯।
এও বলা হয়েছে এর বয়সের দিকে জোর দিতে যদি কোনও আসনে আগের বারের জয়ী প্রার্থীকে পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে সেটিও করতে হতে পারে। এর জন্যই রাজনৈতিক বোদ্ধারা দিলীপ ঘোষ আর টিকিট পাবেন না।