গ্যাস-আধার লিঙ্ক নিয়ে বাড়ছে ধন্দ

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক দিয়ে আধার তথ্য যাচাই না করালে এলপিজি সিলিন্ডার পিছু সরকারের দেওয়া ভর্তুকি বন্ধ হয়ে যাবে অর্থাৎ অতিরিক্ত টাকা দিতে হবে বলে যে আশঙ্কা তৈরি হয়েছে,
তার আপাতত অমূলক বলে জানাচ্ছেন গ্যাস ডিলররা। বক্তব্য যে তাঁদের কাছে এখনও পর্যন্ত তেল সংস্থা বা কেন্দ্রের তরফে কোনও নির্দিষ্ট দিন সংক্রান্ত নির্দেশ না এলেও ৩১ ডিসেম্বর যে শেষ তারিখ নয়, তা নিশ্চিত।