TET পরীক্ষার প্রশ্নফাঁস, মুখ খুললেন শিক্ষামন্ত্রী
আজ, রবিবার রাজ্যজুড়ে সুষ্ঠুভাবে টেট পরীক্ষা হয়েছে বলে দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য, ‘পর্ষদের থেকে রিপোর্ট চেয়েছি। পরীক্ষা বাতিলের কোনও প্রশ্নই উঠছে না। পর্ষদ আমায় যা বলেছে,
সে অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছে ১২টা থেকে। ১১ টার সময় পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে গিয়েছেন। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সেটি ভাইরাল হয়েছে। পরীক্ষার্থীরা কিছু জানতে পারেননি।’