১৫০ জন পুরনোকে সাংসদ কে বাদ দিয়ে ভোটে লড়তে চাইছে বিজেপি
তারুণ্যে জোর দিয়ে এবারের লোকসভা নির্বাচনে অন্তত ১৫০ জন পুরনো সাংসদকে বাদ দিয়ে নতুন প্রার্থী বা বলা ভালো নতুন মুখকে টিকিট দিতে পারে বিজেপি। চেষ্টা করা হবে ষাটের নীচে বয়স হবে এমন প্রার্থীকেই টিকিট দেওয়া।
এমনটাই বিজেপির পক্ষ থেকে খবর মিলছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ দলকে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার তুঙ্গে নিয়ে যেতে হবে। ১০ বছরের রিপোর্ট কার্ড জনতার কাছে নিয়ে যেতে হবে।