ব্রিগেডে শুরু হল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ
কাউন্টডাউন চলছিলই। রবিবার সকাল হতেই যেন তৎপরতা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছিল আয়োজকদের। শেষবেলায় সব ঠিকঠাক আছে কিনা ঘুরে ঘুরে দেখে নেন আয়োজকরা। গীতপাঠের মূল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এবার শুরু হল গীতাপাঠ। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও পৌছেঁছে। রয়েছেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি-সহ বিভিন্ন সাধু-সন্তরা।