দুর্ঘটনায় বিপত্তি, পরীক্ষাই দেওয়া হলনা বহু পরীক্ষার্থীর, কান্নায় ভেঙে পড়লেন সবাই

হাবরা এক নম্বর রেলগেট ভেঙে বিপত্তি। বিপাকে পড়লেন টেট পরীক্ষার্থীরা। সূত্রের খবর, রেলগেট ভেঙে যাওয়ায় শিয়ালদা – বনগাঁ শাখায় আপ এবং ডাউন ট্রেন ঘণ্টা খানেকেরও বেশি দেরিতে চলে।
টেট পরীক্ষা সহ গীতা পাঠের অনুষ্ঠান থাকায় সমস্যায় পড়েছেন ট্রেনযাত্রীরা। টাকী বয়েজ স্কুলের সামনে উত্তেজনা চলে, সময়মতো পৌঁছোতে না পাড়ায় ভিতরে ঢুকতেই পারলেন না পরীক্ষার্থীরা। দেওয়া হল নী পরীক্ষা। কান্নায় ভেঙে পড়েছেন অনেকে।