শ্যাম-অর্জুন সংঘাতে কুরুক্ষেত্র ব্যারাকপুর
ভাটপাড়ার তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত পবন সিংয়ের সঙ্গে অর্জুন সিংয়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন সোমনাথ শ্যাম। ওই ছবিতে তাঁর মুখ বসিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন অর্জুন। ওই বিষয় নিয়ে আজ, শনিবার তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয় অর্জুন সিং ও সোমনাথ শ্যামের।
বৈঠকে ছিলেন পার্থ ভৌমিক, সুজিত বসু থেকে শুরু করে অনেকে। বৈঠক শেষে সোমনাথ শ্যাম জানান ধীরে ধীরে পরিস্কার হচ্ছে কে সাদা আর কে কালো।