বকেয়া ডিএ: আগামী ১৯ জানুয়ারি জনসংযোগ যাত্রা

বকেয়া ডিএ-র দাবিতে আগামী ১৯ জানুয়ারি গোটা রাজ্য জুড়ে হবে জনসংযোগ যাত্রা। এমনই কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চ। ওইদিন কলকাতা থেকে মহামিছিল হবে। সেই তিন জায়গা হল হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড়।
নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার আজ ছিল দ্বিতীয় দিন। হাইকোর্টের নির্দেশে বিকেল ৪টে পর্যন্ত চলে ধর্না। রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া ডিএ-বঞ্চনার অভিযোগে উঠছে স্লোগান।