মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন কেজরির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন খারিজ করে দিয়েছিল আদালতের সিঙ্গল বেঞ্চ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের
প্রধান বিচারপতি সুনিতা আগরওয়াল এবং বিচারপতি অনিরুদ্ধ মায়ীর ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১১ জানুয়ারি ওই মামলার শুনানি হবে।