ট্রেনের টিকিট হারালে কোথায় রিপোর্ট করবেন? - 24 Ghanta Bangla News

ট্রেনের টিকিট হারালে কোথায় রিপোর্ট করবেন?

0

টিকিট হারালে স্টেশনের পিআরএস সুপারভাইজারের কাছে জানাতে হবে। সেই সঙ্গে অবশ্যই কোনও প্রমাণ দিতে হবে যে হারানো টিকিটটি আপনারই ছিল। পিআরএস সুপারভাইজার সেই জন্য টিকিটের বিবরণ সংক্রান্ত কিছু প্রশ্ন করে কনফার্ম করবেন যে সত্যিই আপনি টিকিট কেটেছিলেন।

তার ভিত্তিতেই কখনও ডুপ্লিকেট টিকিট বা ই-টিকিট দেওয়া হয়ে থাকে। তবে, সবক্ষেত্রেই সামান্য কিছু মাশুল দিতে হবে। এই তথ্যটি শেয়ার করে প্রিয়জনদের মুশকিল আসান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x